বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্রকে তলব করেছেন দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। ‘গরম ধরম ধাবা’ ফ্র্যাঞ্চাইজির অর্থ নয়ছয়ের মামলায় এ অভিনেতাসহ আরো দুজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, দিল্লির ব্যবসায়ী সুশীল কুমার এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দাবি করা হয়েছে, উদ্দেশ্য হাসিলের জন্য ‘গরম ধরম ধাবা’ ফ্র্যাঞ্চাইজিতে অর্থ বিনিয়োগের জন্য তাকে প্রলুব্ধ করা হয়। গত ৫ ডিসেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি) যশদীপ চাহাল এই সমন জারি করেছেন।
এ সমনে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৪ ধারার ৪২০, ১২০বি ধারায় অপরাধ সংঘটনের জন্য ক্রমিক নাম্বার ১ (ধরম সিং দেওল), ২ এবং ৩ নাম্বার সিরিয়ালের অভিযুক্তদের তলব করা হোক। ২ ও ৩ নাম্বার ক্রমিকের অভিযুক্ত ব্যক্তিদেরও ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় ভীতি প্রদর্শনের অপরাধে তলব করা হোক।