জ্যাকলিন ফার্নান্দেজের পর নোরা ফাতেহিকে ২০০ কোটি টাকার চাঁদাবাজি ও মানি লন্ডারিং মামলায় তলব করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সংযোগ ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে এই অভিনেত্রীকে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের অর্থনীতিবিষয়ক অপরাধ শাখায় হাজির হবেন নোরা ফাতেহি। গত ২ সেপ্টেম্বর তাকে একই বিষয়ে দিল্লির মন্দির মার্গ অফিসে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে নোরা বলেছিলেন যে তিনি সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না।
এর আগে গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) জ্যাকলিন ফার্নান্দেজ দিল্লির মন্দির মার্গ অফিসে হাজির হয়েছিলেন। তার সঙ্গে পিঙ্কি ইরানিও ছিলেন। পিঙ্কিই চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই মামলায় গতকাল দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা তাকে আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল।
এদিকে মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর বর্তমানে দিল্লির কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ১০টিরও বেশি ফৌজদারি মামলা নথিভুক্ত আছে।