বিয়ের পর প্রায় পনেরো দিন অস্ট্রেলিয়াতে শুটিং শেষে গতকাল রোববার দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এসেই কাজল আরেফিন অমির ওয়েব ফিল্মে ‘অসময়’ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এর আগে ফারিণ ২০১৯ সালে কাজল আরেফিন অমি পরিচালিত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকের মাধ্যমে প্রথম সবার নজরে আসেন।
সেই নাটকের সৃতিচারণ করে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফারিণ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন। ফারিণ এসময় একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “২০১৯ সালে আমি যখন কেউ ছিলাম না, তখন আমি কাজল আরেফিন ওমি ভাইয়ার অফিসে গিয়েছিলাম।
তখন ভাইয়া আমাকে ‘প্রাক্তন বয়ফ্রেন্ড’ নাটকে একটি চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। এবং তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ‘যদি আমি এই চরিত্রটি সিরিয়াসলি করি তবে এটি আমার ক্যারিয়ার পরিবর্তন করে দিবে।”
অভিনেত্রী আরও লেখেন, ‘যতবার আমি ওমি ভাইয়ার অফিসে যাই, এই কথাগুলো আমার মনে প্রতিধ্বনী হয়। তারপর থেকে আর ফিরে তাকাইনি। চার বছর পেরিয়ে গেলেও মনে হচ্ছে গতকালের মতো। ওমি ভাইয়ার কাছে আমি চিরকাল ঋণী থাকব।’
ফারিণের মতে, ‘আমাকে বিশ্বাস করার জন্য এবং আমার প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আমাকে গ্রহণ করার জন্য। আমি জানি এটি কেবল শুরু এবং আকাশের সীমানা। শেষে অভিনেত্রী জানান, ‘অসময়’ আসছে।
এদিকে প্রথমবারের মতো সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা অমি। ফারিণ সম্পর্কে নির্মাতা বলেন, “আমি তার (ফারিণ) বেড়ে ওঠা দেখে সত্যিই মুগ্ধ হই। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাচ্ছেন আমাদের ফারিণ। তার জন্য অনেক শুভকামনা। আমার বিশ্বাস, ‘অসময়’তে দেখতে পাবেন ফারিণ কতটা পরিণত এবং ধারালো অভিনেত্রী হয়েছেন।”
অমি আরও জানান, অসময়-এ তিনি চারপাশের মানুষের শো অফের গল্প মজার ছলে তুলে ধরবেন। চলতি মাসের ১৩/১৪ তারিখ থেকে ‘অসময়’ এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এটি ডিসেম্বরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখতে পারবেন দর্শক।
জানা গেছে, চলতি মাসের ১৩ কিংবা ১৪ তারিখ থেকে ‘অসময়’ নাটকের শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে পরিচালকের। সিনেমাটি ডিসেম্বরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখতে পারবেন দর্শক।
ফারিণের সিনেমাগুলোর মধ্যে রয়েছে: সিন্ডিকেট, তিথির অসুখ, নেটওয়ার্কের বাইরে, লেডিজ অ্যান্ড জেন্টলমেন ইত্যাদি। এ ছাড়া এ অভিনেত্রীর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: এক্স বয়ফ্রেন্ড, ফার্স্ট ইয়ার ডেম কেয়ার-টু, আমারা ফিরবো কবে, লাভ অ্যান্ড লস্ট, চলোনা হারাই, য়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড উইথ, বেনিফিটস, মন কী যে চায় বলো প্রভৃতি।