English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের গুঞ্জনে কি বললেন অমিতাভ?

- Advertisements -

নাসিম রুমি: সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়েই নাকি বচ্চন পরিবারের অন্দরে অশান্তি তুঙ্গে। মেয়েকে শ্বেতা নন্দাকে বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দেওয়াতেই নাকি বেজায় চটেছেন বচ্চনদের বউমা ঐশ্বর্য শোনা যায়, সেই কারণে ননদ শ্বেতা ও শাশুড়ি জয়ার সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বর্য রাই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন!

এদিকে আবার অভিষেকের সঙ্গে নাম জুড়েছে নিমরত কৌরের। ঠিক কোন কারণে জুনিয়র বচ্চন দম্পতিকে আর একফ্রেমে ধরা দেন না? সত্যি-মিথ্যা নিয়ে বচ্চনরা মুখে কুলুপ আঁটলেও অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়। এসবের মাঝেই নিজের ব্লগে জল্পনা, রটনা নিয়ে বড় ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন

বিগ বি লিখেছেন, ‘গুজব তো গুজবই হয়। গুজব মানেই তো অসত্য কথা রটিয়ে দেওয়া। তাও আবার সত্যিটা যাচাই না করেই।… আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র এবং এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই।’ সেই ব্লগেই বিগ বির সংযোজন, ‘তবে আমি কাউকে দোষ দিই না। আমি কারও পছন্দের পেশায় থাকার ইচ্ছেকে চ্যালেঞ্জ করব না, তবে সমাজের সেবায় তাদের যে প্রচেষ্টা, সেটারও প্রশংসা করি।

তবে কেবল এটুকুই বলতে চাই যে কোনও তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। অনেকেই অনেক কথা লিখে দিচ্ছেন। তবে সমস্ত কথা সত্যি নয়। আমি আবারও বলব, কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন