নাসিম রুমি: বলিউড শাহেনশাহ অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর কাটাছেঁড়া চলছে। তারা নাকি একে ওপরকে ডিভোর্স অবধি দিয়ে ফেলেছেন। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত পোস্টে অভিষেকের লাইক করার চর্চা থেকে শুরু করে জন্মদিনে শুভেচ্ছা না জানানো— সবই রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে বচ্চন পরিবারের এ বিষয়টি।
এরই মাঝে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কের খবরও প্রকাশ্যে এসেছে। যদিও বচ্চন পরিবার এসব বিষয়েই স্পিকটি নট। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-এ অংশ নিয়েছিলেন অভিষেক বচ্চন। যেখানে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন বলতে বাধ্য হন— ছেলেকে ডেকেই ‘ভুল’ করেছেন তিনি।
আগামী ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর প্রচারের জন্য সুজিত সরকারের সঙ্গে দেখা গেছে অভিষেককে। ভিডিওতে দেখা গেছে অমিতাভ তার ছেলেকে শোতে দেখে তেমন খুশি নন। কারণ অভিষেক শোতে এসে তার বাবাকেই নকল করেছেন। অভিষেক বলেন, বাড়িতে ডিনারের সময় তার বাবা শোতে যেমন করে ‘৭ কোটি’ বলে চিৎকার করেন, তেমনই বাচ্চারা সবাই তাকে দেখে করে থাকেন।
অভিষেক শোয়ে এসে অমিতাভ বচ্চনকে নকল করতে শুরু করেন। দর্শকরা সেই কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েন। তিনি তার বাবাকে নানা সময়ে নকল করেছিলেন। ছেলের এমন কাণ্ড দেখে অমিতাভ বচ্চন বলেছিলেন— তাকে শোতে আমন্ত্রণ জানানো উচিত হয়নি এবং এখন তিনি তার এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করছেন।
প্রসঙ্গত, নিমরত ও অভিষেকের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলেছে এ মুহূর্তে। জল্পনা-কল্পনার মধ্যেই নিমরতকে লেখা অমিতাভের একটি চিঠিও প্রকাশ্যে এসেছে। চিঠিটি ২০২২ সালের। যেখানে ‘দসভি’ সিনেমার জন্য অভিনেতাকে নিমরতের প্রশংসা করতে দেখা গেছে। অমিতাভ বচ্চনের চিঠি পেয়ে ভীষণই খুশি অভিনেত্রী নিমরতও। তবে অভিষেককে নিয়ে চর্চার মাঝেই সবার মনে প্রশ্ন জেগেছে— এই চিঠি কি তবে ইঙ্গিতবাহী