English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

অভিনেতা মীর সাব্বিরকে সতর্ক করে যা বললেন সুবর্ণা মোস্তাফা

- Advertisements -

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ্য করে বরিশালের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা।’

তার সেই কথা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে লুটিয়ে পড়েন। ওই সময় বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে অভিযোগ তোলেন পায়েল। এবার তার সেই অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাসও দিয়েছেন মীর সাব্বির।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জোরোলো আলোচনা-সমালোচনা চলছে। চলমান এই সংকটের মধ্যেই গুণী অভিনেত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবর্ণা মোস্তাফা মুখ খুললেন এ প্রসঙ্গে।

শব্দ চয়নের ক্ষেত্রে মীর সাব্বিরকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় মীর সাব্বিরকে ট্যাগ করে স্ট্যাটাসে সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘মীর সাব্বির ভুল বলেছেন…একমত। উপস্থাপক এটি পছন্দ করেননি এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, তার বিশেষাধিকার।’

তিনি আরও লেখেন, ‘মীর সাব্বির তার পেজে ক্ষমা চেয়েছেন, ভালো। আমার এখন প্রশ্ন, মানুষ কেন, বিশেষ করে সহকর্মীরা, এখনও এই সমস্যাটিকে জিইয়ে রাখার চেষ্টা করছে? যথেষ্ট হয়েছে, দয়া করে এটা শেষ করুন এবং সাব্বির পরের বার সাবধানে শব্দ চয়ন করুন।’

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে হাজির হন মীর সাব্বির। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপিকা তাকে মঞ্চে ডেকে নেন। এ সময় উপস্থাপিকা এই অভিনেতার কাছে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি ডায়ালগ শুনতে চান। তখন তাকে উদ্দেশ্য করে মীর সাব্বির কথাটি বলেছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

কলকাতা চলে গেলেন আরিফিন শুভ!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন