নাসিম রুমি: বহুদিন পর আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরলেন অভিনেত্রী মুনমুন সেন। সেই পুরনো মেজাজে ফিরলেন তিনি। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের লেখা ও পরিচালনায় এবার ছোট ছবির হাত ধরে বিনোদন জগতে ফিরলেন মুনমুন সেন। প্রযোজনায় ‘চোরকাঁটা’।
ছোট ছবির নাম ‘সহচরী’। গল্পে মা-মেয়ের মিষ্টি সম্পর্ক ফুটে উঠেছে। মায়ের চরিত্রে মুনমুন সেন এবং মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর সাবির। গল্পের সূত্রধর রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
এখনকার আধুনিক সমাজে প্রেমের শুরু থেকে শেষ সবটাই মুঠোফোনে বন্দি। কিন্তু এক সময় প্রেমের ভাষা প্রকাশ পেত হাতে লেখা চিঠিতে। চিঠি দেওয়া-নেওয়া থেকে প্রেমিক-প্রেমিকার চিঠির অপেক্ষা আজ হারিয়েছে। গল্পে মেয়েকে এক বাক্স পুরনো চিঠি দিয়ে সেই কথাই বলছেন মা। স্মৃতির পাতায় হারিয়ে যাচ্ছে মা-মেয়ের একসঙ্গে কাটানো সময়। তবুও কোথাও যেন ছন্দে বাজছে তাদের জীবন। রঙিন হয়ে উঠছে রবি ঠাকুরের গানে।
২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘সহচরী’। বিনোদন জগতে মা মুনমুন সেনের প্রত্যাবর্তনকে সমাজমাধ্যমে সাধুবাদ জানিয়েছেন মেয়ে রাইমা সেন।