দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। বর্তমানে স্বামী সন্তান নিয়ে আমেরিকায় থাকেন। মাঝে মধ্যে দেশে আসেন। টুকটাক কাজ করেন নাটকে। ব্যবসায়ী হিসাবেও তার পরিচয় আছে। শুটিং বাড়ি ছিল তার। এখন সেটা নেই।
তবে এবার যুক্ত হয়েছেন সেলুন ব্যবসার সঙ্গে। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ইটারনাল বিউটি লাউঞ্জ নামে একটি সেলুন চালু করছেন তিনি। অবশ্য এটি তার একক মালিকানাধীন নয়। সঙ্গে রয়েছেন তার ছোট ভাই ফাহিমের স্ত্রী সিনথিয়া। আগামীকাল সেলুনটির উদ্বোধন হবে।
এ প্রসঙ্গে রিচি বলেন, ‘একজন নারীর রূপচর্চা বিষয়ক যত ধরনের সার্ভিস প্রয়োজন হয় তার সবকিছু থাকবে আমাদের এখানে। আমার বিশ্বাস কাস্টমার ভীষণ সন্তুষ্ট থাকবেন।’
এদিকে রিচি শিগগিরই আগামী ঈদের জন্য ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকের কাজ করবেন বলে জানিয়েছেন।