English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

অবস্থা সংকটাপন্ন: দেশে ফিরে হাসপাতালে আভিনেতা আব্দুল কাদের

- Advertisements -

ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তবে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে দেশে ফেরার পর ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভারতের চেন্নাইয়ে চিকিৎসা চলছিল আব্দুল কাদেরের। সেখানে তার কেমোথেরাপি দেয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা জানান, তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে। এ অবস্থায় কেমোথেরাপি দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তারা।
এর আগে আব্দুল কাদেরের শারীরিক অবস্থা জানিয়ে ছেলে জেমি বলেন, ‘বাবা এখন কিছুটা ভালো। আসলে অবস্থাটা এমন যে হাসপাতালের কিছু করণীয় নেই তেমন। তাই আমরা চাচ্ছি উনাকে দেশে নিয়ে যেতে। সেখান থেকেই এখানকার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে, শনিবার কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জানিয়েছিলেন,‘বাবা ক্যান্সার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শরীর প্রচণ্ড দুর্বল। এই অবস্থায় তাঁকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার। আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয়, তবে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসব।’
তবে কাদেরের ‘কোথাও কেউ নেই’ সহকর্মী বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর তাঁকে সাহস দিয়েছেন। ফিরে আসতে বলেছেন দেশে। জাহিদা ইসলাম বলেন, ‘আমার শ্বশুরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আসাদুজ্জামান নূর। তিনিও বলেছেন চেন্নাইয়ে না থেকে দেশে ফিরতে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও তিনি করাবেন। ঢাকায় এলে আমার শ্বশুর আবার সুস্থ হবেন বলেও আশাবাদী তিনি।’
আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয়ে মুনশিয়ানা দেখিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন