English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

অঙ্কুশের ‘মির্জা’ সিনেমার নতুন গান প্রকাশ্যে

- Advertisements -

আসছে ঈদে মুক্তি পাচ্ছে টালিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা অভিনীত সিনেমা ‘মির্জা’। এর জন্য পুরোদমে প্রস্তুতি চলছে।

সিনেমাটি মুক্তির আগে এর প্রথম রোমান্টিক গান ‘গালিব’ প্রকাশ্যে এসেছে। অঙ্কুশ হাজরার বিপরীতে এতে ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে।

এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘মির্জা’ সিনেমার অফিসিয়াল টিজার। এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকের কাছে। ‘অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স’র ব্যানারে নির্মিত প্রথম সিনেমা এটি। যা ঘোষণার পর থেকে দর্শকের মধ্যে একটা আলাদা উন্মাদনা শুরু হয়।

‘মির্জা’ সিনেমায় অভিনেতা অঙ্কুশ হাজরাকে দেখা যাবে মির্জার চরিত্রে অভিনয় করতে। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে মুসকান চরিত্রে। সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন সুমিত-শাহিল।

সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘গালিব’র ছত্রে ছত্রে মির্জা ও মুসকানের প্রেম কাহিনি ফুটে উঠবে। মুসকানের প্রেমে পড়তে দেখা যাবে মির্জাকে, আর সেই প্রেমে ধীরে ধীরে সায় দিতে দেখা যাবে মুসকানকে। ‘অঙ্কুশ-ঐন্দ্রিলা’র রসায়ন মন ভরাবে দর্শকদের- এ কথা কোনো ধরনের ভাবনা-চিন্তা ছাড়াই বলা যায়।

‘মির্জা’ সিনেমার চরিত্রদের প্রথম লুক বেশ সাড়া ফেলেছিল। এটি পুরোপুরি অ্যাকশন ফিল্ম হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন অঙ্কুশ হাজরা। অফিসিয়াল টিজার মুক্তি পাওয়ার পর দেখা যায় অ্যাকশনের ধরন।

তবে ‘গালিব’ গানে একেবারে অন্যরূপে দেখা গেল অঙ্কুশকে। অ্যাকশন হিরো নয়, বরং প্রেমিক মির্জাকে দেখা গেল এ গানে। ‘গালিব’ গানের সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র। ভীষণ সুন্দর হয়েছে গানটি।

‘মির্জা’ সিনেমার টিজারে পুরোপুরি ভিন্ন লুকে দেখা গিয়েছে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীরকে। গুলির শব্দ, রক্তে মাখা চশমা, বোতল ও মাদক দ্রব্য দিয়ে শুরু হয় টিজার।

‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’ ও ‘বিগ স্ক্রিন প্রোডাকশন’ নিবেদিত এ সিনেমায় দেখা যাবে একদল শিশু-কিশোরদের। সিনেমার প্রযোজক অঙ্কুশ নিজেই জানিয়েছেন আসছে ৯ এপ্রিল ঈদ উপলক্ষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘মির্জা’ সিনেমাটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন