English

19.8 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

হাবিপ্রবি’র অর্ক সাংস্কৃতিক জোটের নেতৃত্বে মহান-সিফাত

- Advertisements -

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নবনির্বাচিত সভাপতি হয়েছেন ইমাম মেহেদী মহান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিফাত আদিন l

১৭ জানুয়ারি (শুক্রবার) সংগঠনের বার্ষিক বনভোজন উপলক্ষ্যে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে উক্ত আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি সুকান্ত কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক ইমন মোর্শেদ। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে বলে জানা যায়।

নবনির্বাচিত সভাপতি ইমাম মেহেদী মহান বলেন, ‘আমাদের ক্যাম্পাসের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠনের এত বড় একটি দায়িত্ব পেয়ে আমি আসলে জানি না কিভাবে কি বলব তবে অবশ্যই আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি চেষ্টা করব সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটির সর্বোচ্চ মূল্যায়ন করে সংগঠনকে আরও সামনে নিয়ে যেতে এবং পূর্বের উন্নয়নের ধারা বজায় রেখে লেভেল আপ করতে। আমার এই দায়িত্বকে পরিপূর্ণতা দেয়া এই অর্ক পরিবারের প্রত্যেকটা মানুষের হাতে। আশা করি, পরবর্তীতে আমাদের নেওয়া প্রত্যেকটি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডে আপনারা সবাই প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। দিনশেষে যে পদের দায়িত্বেই থাকি না কেন, সত্য ও সুন্দরের সন্ধানী হিসেবে অর্কের একজন কর্মী ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের সকলের দোয়াপ্রার্থী।’

সাধারণ সম্পাদক সিফাত আদিন বলেন, ‘আজ থেকে এক বছর আগে যখন অর্কের বসন্ত বরণ অনুষ্ঠানে প্রথম স্টেজ পারফর্ম করি, তখন কোনোভাবেই নিজেকে ক্যাম্পাসের সর্বপ্রাচীন আর সর্ববৃহৎ এই সংগঠন এর এতো বড়ো পদের যোগ্য হিসেবে কল্পনাই করিনি। আসলে আমাদের এই সংগঠনের মধ্যে পদ নিয়ে আলোচনার কোনো কালচার কখনও ছিল না, আমাদের কারও মাথাব্যথাও ছিল না। ধীরে ধীরে হয়তো সময়ের স্রোতে আর সিনিয়র দের সংস্পর্শে থেকে এই সংগঠনের দায়িত্ব নেয়ার ইচ্ছা জন্মায় আমার। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সিনিয়রদের যারা আমাকে এই অবস্থানের যোগ্য মনে করার জন্য। এই দায়িত্ব আমার বয়স থেকে অনেক বড়ো দায়িত্ব এটা পালন আমি এবং আমার প্রেসিডেন্ট মহান ভাইয়ের একার পক্ষে করার সম্ভব না কখনোই। অবশ্যই এক্ষেত্রে আমার বন্ধুবান্ধব দের সাপোর্ট , আমার সিনিয়রদের উপদেশ, জুনিয়রদের সর্বোপরি সবার সহযোগিতা প্রয়োজন। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা আমাদের সংগঠনের স্তর আগের থেকেও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সফল হব।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন