ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, নির্বাচন, ভোট, সভা-সমাবেশ সবইতো হচ্ছে। গণপরিবহনও চলছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আজ রাত ৮টায় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে ‘হল খোলার দাবি ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন।
নূর বলেন, সরকার আগামী ২৪ মে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমার প্রশ্ন হলো করোনার পরিবেশেতো সবই চলছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কে ঈদের পরে খুলবে। শিক্ষা মন্ত্রণালয় অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছে।