ছোট বেলা থেকেই মানিকগঞ্জের রত্ন কণ্যা ও জনপ্রিয় কন্ঠশিল্পী লাবু মাফরু পড়াশোনা ও সংগীত কে সমান ভাবে গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সমান ধন্য নর্দান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ হতে স্মাতকোত্তর অর্জন করলেন সংগীত শিল্পী লাবু মাফরু।
তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন যে, আজ আমার বাবা বেঁচে থাকলে তার মতো খুশি আর কেউ হতো না। আজকের এই খুশির দিনে লাবু মাফরু সবার কাছে দোয়া চেয়েছেন। সংগীতের বিশাল এক সমারহে বেড়ে উঠা লাবু মাফরু। তিনি আরও পড়াশোনা চালিয়ে যেতে চান।
লাবু মাফরু মানিকগঞ্জের বিখ্যাত পরিবারে জন্ম গ্রহন করেছেন। তার বাবা জনপ্রিয় সংগীত শিল্পী মরহুম মফিজুল ইসলাম (মফিজ শাহ্) এবং মা আমেনা মফিজ।
লাবু মাফরু শুধু মাত্র একজন জনপ্রিয় সংগীত শিল্পী না সেই সাথে তিনি একজন জনপ্রিয় লেখক ও কবি। তার উল্ল্যেখ্য যোগ্য বই গুলো হলোঃ তোমায় দেখি দিব্য জ্ঞানে, মিষ্টি সোনা ইত্যাদি ।
লাবু মাফরু বাংলাদেশ রেডিও এবং টেলিভিশ এর নিয়মিত কণ্ঠ শিল্পী। এছাড়াও “Labu Mafru Tune” নামে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল রয়েছে।