শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের বেড়ে যাওয়ার কারণে ৩০ মার্চ নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ঈদের পর।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণহত্যা দিবস উপলক্ষে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।’
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘দেশে করোনা সংক্রমণ বাড়ছে। তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এ বিষয়ে বৃহস্পতিবার টেকনিক্যাল কমিটির বৈঠক আছে। শিক্ষামন্ত্রী শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।’