শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতি চর্চা যেন প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির পথে বাধা না হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোয় জ্ঞান সৃষ্টি হবে, মুক্তবুদ্ধি চর্চা হবে এবং এর মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হব।
তিনি বলেন, শুধু সনদ নয়, দক্ষতা নিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৭জন শিক্ষককে গবেষণা ও নৈপুণ্যের সম্মাননাস্বরূপ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।