চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ১৫৮ সদস্যের নতুন সমন্বয়ক টিম গঠনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শনিবার (৩ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও জানানো হয়। এরমধ্যে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়।