বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বই ছাপার কাজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বৃহস্পতিবার থেকে ছাপা শুরু হবে। যে মানের আমরা চাই, সেটা তারা দিতে পারবে বলে জানিয়েছে।
প্রতি বছরের শুরু দিনটিই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বই উৎসব পালন করে আসছে সরকার। তবে করোনার কারণে গত দুই বছর এই উৎসব হয়নি। এবার করোনা নিয়ন্ত্রণে আসায় পুরোনো সেই ধারায় ফিরতে চায় সরকার। সে হিসেবে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়ার কথা আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে নিয়ে আসতে হয়েছে। সে রকম যদি অপ্রত্যাশিত কোনো বিপর্যয়কর পরিস্থিতির তৈরি না হয়, তবে আমরা বিশ্বাস করি, সময়মতো শিক্ষার্থীদের হাতে বই দিতে পারব।