English

28 C
Dhaka
শনিবার, এপ্রিল ৫, ২০২৫
- Advertisement -

ঢাবির বড় পর্দায় বহিরাগতদের খেলা দেখায় নিষেধাজ্ঞা

- Advertisements -

বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা দেখার আয়োজন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবারের জন্য করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বহিরাগতদের নিজ নিজ এলাকায় খেলা উপভোগ করার আহ্বানও জানিয়েছে ঢাবি প্রশাসন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানান বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন, আর পরিবেশ বিঘ্নিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা কিংবা এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশ এবং হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বড় পর্দায় প্রতিটি খেলা দেখানোর আয়োজন করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন