চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের প্রফেসর ড. শফিউল আলম তরফদার (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
অধ্যাপক শফিউল আলমের পরিবার সূত্রে জানা যায়, ৯ জুন শফিউল আলম তরফদারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, আক্রান্ত হওয়ার পর থেকেই শফিউল আলম তরফদার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকেই বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে যান তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন