ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোজা ও ঈদের ছুটি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামী ২৮ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। ২১ দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১২ মে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, শব ই-কদর উপলক্ষে ২১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। আবাসিক হলের শিক্ষার্থীদের আগামী ২৮ এপ্রিল সকাল ১০টার মধ্যে হল ত্যাগের জন্য বলা হয়েছে। বন্ধ শেষে আগামী ১২ মে হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বলেন, আগামী ২১ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু। তবে ২৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগের ঘোষিত পরীক্ষাসমূহ চলমান থাকবে।