শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করে দিয়েছিল স্বাধীনতাবিরোধী চক্র। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করছি। নীতি-নৈতিকতার জ্ঞান চর্চার মাধ্যমে সত্যিকারের সোনার মানুষ তৈরি করতে হবে।’
সোমবার (২৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘১৯৭৫ পরবর্তী প্রজন্মকে ইতিহাসের অন্ধকারের মধ্যে রেখে তাদের বড় করা হয়েছে। যে কারণে তারা বাংলাদেশের সত্যিকারের ইতিহাস ১৯৯৬ সালের আগে তারা জানতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।’
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, শিক্ষার এত বিস্তার হতো না, বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে পারত না, উচ্চ শিক্ষায় বেসরকারি বিনিয়োগের এত সুযোগ সৃষ্টি হতো না।’
সমিতির সাধারণ সম্পাদক বেনজীর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস পালন কমিটির আহ্বায়ক একেএম নূরুল ফজল বুলবুল।