নটর ডেম কলেজের ছাত্র নাঈমের মৃত্যুর ঘটনায় ফার্মগেটে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের একটি গাড়ি থামিয়ে লাইসেন্স দেখতে চান শিক্ষার্থীরা। তখন চালক পুলিশ সদস্য লাইসেন্স দেখাতে পারেননি বলে দাবি আন্দোলনকারীদের।
এ সময় শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে লিখে দেয় ‘পুলিশের লাইসেন্স নাই’। তবে পুলিশের গাড়ি চালকের দাবি, তার লাইসেন্স আছে, তবে সেটা অফিসে রাখা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাঈম হাসানের মৃত্যুর ঘটনার বিচার, হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গাড়ি ফার্মগেট মোড়ে আসে। এ সময় শিক্ষার্থীরা গাড়িচালকের লাইসেন্স দেখতে চান। চালক তা দেখাতে পারেননি।
এ সময় বাসটির সামনে ও পাশে ‘পুলিশের কেন লাইসেন্স নাই’, ‘পুলিশ কেন সন্ত্রাস’, ‘ঘুষ খোর’, ‘নিরাপদ সড়ক চাই- ২১’ ইত্যাদি স্লোগান লিখে দেন আন্দোলনকারীরা। পরে বেলা আড়াইটার দিকে বাসটি ছেড়ে দেন তারা।
আন্দোলনরত ছাত্ররা বলছেন, লাইসেন্সবিহীন একজন চালকের কারণে তারা একজন সহপাঠীকে হারিয়েছেন। আর হারাতে চান না। পুলিশের বাসটির চালক তাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। একজন ‘ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে’ তারা বাস নিয়ে রাস্তায় যেতে দিতে চান না। সে কারণে তাকে আটকে রাখা হয়েছে।
অন্যদিকে, বাসটির চালক পুলিশের নায়েক লাল মিয়া বলেন, ‘তার লাইসেন্স রয়েছে। তবে সেটি অফিসে থাকায় তিনি দেখাতে পারেননি। একজন লাইসেন্স নিয়ে ঘটনাস্থলে আসছেন।’