ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।
‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন।
আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GHA <roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফল জানতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, (ক) উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আগামী ২৯ নভেম্বর ২০২১ বিকাল ৩টা থেকে ৬ ডিসেম্বর ২০২১ বিকাল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৫ নভেম্বর ২০২১ ম থেকে ২ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফল নিরীক্ষণের জন্য এক হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ২৫ নভেম্বর ২০২১ থেকে ২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
ভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ‘ঘ’ ইউনিটের নোটিশ দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়: স্নাতকপূর্ব ভর্তি admission.eis.du.ac.bd।