সংবাদ বিস্তারিত: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ে ১৫ জানুয়ারি নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের বসতি ট্রাস্টের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের দাতা রয়েল ভ্যান নেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক রঞ্জন মিত্র, ডাক্তার জয়নাল আবেদীন, স্বাস্থ্য কেন্দ্র ইনচার্জ মোবাস্বেরা, কৃষি প্রশিক্ষক মইনুল এবং বিশেষ আলোচক হিসেবে আকুপাংচার ও চাইনামেডিসিন তিয়ান জিন বিশ্ববিদ্যালয় চায়না অধ্যায়ন রত ডক্টর আলামিন ইবনে সালেহীন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মিরাজ ই মোস্তফা স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বিদ্যালয়ে তৈরি নকশি কাঁথা ও হ্যান্ডিক্রাফটের কাজ পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। রয়েল ভ্যান নেক প্রতিষ্ঠানটির জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিথি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং অটিস্টিক শিশুদের সঙ্গে ছবি তোলেন। প্রতিবন্ধী শিশু মোমেনা আক্তার মিতু গোলাপ ফুল দিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে অতিথিরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ ধরনের কার্যক্রম বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষার উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।