মোঃ আলাল উদ্দিন: বন্দর নগরী ভৈরবের ৪ দশকের ঐতিহ্যবাহী প্রাচীনতম ছাত্র সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব” এর গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে ২০২৩-২৪ কার্যকরী পরিষদের ৩১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২ জুলাই রবিবার বিকেলে সংগঠনের ভৈরব বাজারস্থ নিউমার্কেটের ৩য় তলায় নিজস্ব কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটিতে “আহনাফ তাহমীদ দীপ্র”কে সভাপতি ও “আফরা জামান প্রপা” কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্য পদে আছে সিনিয়র সহ-সভাপতি-অনিক ভুঁইয়া, সহ-সভাপতি – কাউছার আহমেদ, সহ-সভাপতি-রাফি আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক-শরিফুল হক জয়,যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাঁধন,যুগ্ম সাধারণ সম্পাদক-গোলাম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক-শাহাদাত হোসেন সিয়াম,অর্থ সম্পাদক-সন্দীপ পাল প্রীতম,সাহিত্য সম্পাদক নুদরাতুন তোরসা,প্রচার সম্পাদক-আব্দুল আহাদ ঈশান,ছাত্রী বিষয়ক সম্পাদক-সাওদাহ হক শৈলী, ক্রীড়া সম্পাদক-তাকবীর আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-রাহাত হাসান নাফি,দপ্তর ও পাঠাগার সম্পাদক- সোহাগ,নাট্য ও সংস্কৃতি সম্পাদক- ফারহানা সাদিয়া রিফা,সমাজ কল্যাণ সম্পাদক-তোফায়েল আহমেদ,কার্যকরী সদস্য পদে আছে রাসফিকুজ্জামান একান্ত, ইফাত আহমেদ হাকিম,রাজিব মিয়া,আসিফুল ইসলাম মাহির,আরতি পাল চৈতি,অর্ণব সাহা তূর্য্য,আরিফুল ইসলাম মুনিসুল ইসলাম মুনিস,শাকিল মিয়া, আলিমুজ্জামান মুকুট।
এছাড়াও ৩ জন আঞ্চলিক প্রতিনিধি (ঢাকা)- সাব্বির আহমেদ,প্রতিনিধি (রাজশাহী)- রাব্বী আল নাহিয়ান, প্রতিনিধি (চট্টগ্রাম)- রাজু আহমেদ সাগর।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সংগঠনটি ১৯৮২ সালে প্রতিষ্ঠালাভ করেন এ সংগঠনের প্রতিষ্ঠাতা বেশ কজন সম্মানিত সদস্য দেশের বিভিন্ন সেক্টরের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন । সংগঠনটি ইতোমধ্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পহেলা বৈশাখ , স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি, বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান, বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক সেমিনার, বার্ষিক বনভোজন, স্মরণিকা প্রকাশ, ভৈরবের বিভিন্ন অনিয়ম দূর্নীতি বিভিন্ন সময়ে প্রতিবাদ মানববন্ধন, মাদক বিরোধী সভা সমাবেশ সহ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সহ ভৈরবের শিক্ষা সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও নানাবিধ সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে ভৈরব সহ দেশ বিদেশে প্রচুর সুনাম অর্জন করেছেন।