রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার রাত সাড়ে ৯টার পর তারা বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয়েছে। এমতাবস্থায় আজ বুধবার নতুন সংগঠনের ঘোষণা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন ছাত্রসংগঠনের ঘোষণা করার কথা ছিল। তবে ওই সময় নতুন ছাত্রসংগঠনের ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে বিক্ষোভ শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ওই সময় সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে রাতে বাংলামোটরে বিক্ষোভ শুরু করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ নতুন যে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠন হয়েছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। ছাত্রদের নতুন দলটির কমিটি গঠন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের নাম দেওয়া হবে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন।
এ ছাড়া সগঠনটির সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।
আর ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের।