প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ এবং বিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসিত করে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।
শনিবার মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, দেশে ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মান এবং অবস্থানে রয়েছে ভিন্নতা। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় ভালো ব্যবস্থাপনার জন্যে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। আর এটি দেশের সামগ্রিক কাঠামো-প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, এ অবস্থার মধ্যে ভালো ব্যবস্থাপনার মূল বিষয় হচ্ছে ভালো প্রধান শিক্ষক। বিদ্যালয়গুলোকে ইউনিক হিসেবে শক্তিশালী করে গড়ে তুলতে বিদ্যালয়গুলোর সাধারণ বৈশিষ্ট হবে ভালো এবং উদ্যোগী প্রধান শিক্ষক।
অন্যদিকে যদি আদর্শ কিছু বলতে চাই উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাহলে প্রাইমারি স্কুল হবে অটোনোমাস। প্রাইমারি স্কুল হবে স্বায়ত্তশাসিত। তারা বাজেট করবে, বাজেট দেওয়াও হবে। একইভাবে শিক্ষার মান নিশ্চিতকরণের ক্ষেত্রেও জবাবদিহিতা থাকবে। এটি একটি আইডিয়াল কন্ডিশন। তবে আমাদের দেশে এখনই করা সম্ভব নয়। কিন্তু যতটুকু পারি সেদিকে চেষ্টা করবো।
লক্ষ্য পূরণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের কন্টাক্ট আওয়ার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই দুটি প্রকল্পের আওতায় দেশের ১৬৫ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হতে যাচ্ছে। এছাড়া দেশের সকল বিদ্যালয়েই ক্লাস্টার ভিত্তিতে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারুকলা শিক্ষকের পদও তৈরি করা হচ্ছে।
মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ সভায় জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ প্রকল্পের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপপরিচালক শফিকুল ইসলাম, প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা বিভাগের উপপরিচালক মো. জয়নাল আবেদীন।