English

33 C
Dhaka
বুধবার, মার্চ ১২, ২০২৫
- Advertisement -

পুলিশের উপর হামলার প্রতিবাদ ও লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

- Advertisements -

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে একত্রিত হন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের “ল-তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা”, “শাহবাগীদের ঠাঁই নাই”, “আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ”, “ওয়ান, টু, থ্রি, ফোর, শাহবাগ নো মোর”, “আমার ভাই কবরে, লাকি কেন বাইরে” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেপ্তারের দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, “২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না।”

তিনি আরও বলেন, “আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে। কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা কখনো শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না।”

শিক্ষার্থী শাহেদ ইমন বলেন, “যখন এই ফ্যাসিবাদ উৎখাত করে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই শাহবাগীরা ষড়যন্ত্র করছে।”

তিনি আরও বলেন, “যারা আজ পুলিশকে আক্রমণ করেছে, তাদের বিচার করতে হবে। শাহবাগীদের বিচার না হলে প্রতিরোধ আরও তীব্র হবে।”

বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মাদ বলেন, “শাহবাগীরা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা চালিয়েছে। অতি দ্রুত লাকিসহ সবাইকে গ্রেপ্তার করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারের উপদেষ্টাদের বলছি, অতীত থেকে শিক্ষা নিন। না হলে আরেকটি গণঅভ্যুত্থান দেখতে পাবেন।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন