English

25 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

পাঁচ মাসেও গঠন হয়নি হাবিপ্রবি’র রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিল

- Advertisements -

মুরাদ হোসেন: জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে পাঁচ মাস পেরিয়ে গেলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গঠন হয়নি একাডেমিক কাউন্সিল এবং রিজেন্ট বোর্ড। এতে দাপ্তরিক কাজে অনেকটাই জটিলতা ও স্থবিরতার সৃষ্টি হচ্ছে।

আওয়ামী সরকার শাসনামলের ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ অর্ধশতাধিক পদ থেকে হাবিপ্রবি শিক্ষকদের একেরপর এক পদত্যাগ করার পর ঐ সকল পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়। নতুন করে যুক্ত হয় উপ-উপাচার্য পদ। তবে কোষাধ্যক্ষের পদটি এখনও শূন্য রয়েছে। যা একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ড গঠনের জন্য আবশ্যক।

রিজেন্ট বোর্ড গঠনের জন্য উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ সহ সর্বমোট ২৫ জন সদস্য প্রয়োজন। তাদের মধ্যে স্থানীয় ১ জন সহ অন্য জেলার আরেকজন সংসদ সদস্য থাকবেন। তবে বর্তমান সময়ে সংসদ না থাকায় ওই দুইটি পদ শূন্য থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে একাডেমিক কাউন্সিল গঠন করার জন্য সদস্য নির্বাচনের কাজ চলছে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে। উপাচার্য, উপ-উপাচার্য, অনুষদীয় ডীন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার সহ অন্যান্যদের নিয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হবে।

কবে নাগাদ একাডেমিক কাউন্সিল এবং রিজেন্ট বোর্ড গঠন হবে এমন প্রশ্নোত্তরে হাবিপ্রবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার বলেন, এ বিষয়ে কাজ চলছে। দ্রুতই রিজেন্ট বোর্ড এবং একাডেমিক কাউন্সিল গঠন করা হবে। এক্ষেত্রে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় আইন -২০০১ অনুসরণ করা হচ্ছে।

তবে দাপ্তরিক কাজে জটিলতার যেন সৃষ্টি না হয় সেজন্য দ্রুত সময়ের মধ্যে রিজেন্ট বোর্ড এবং একাডেমিক কাউন্সিল গঠন করা প্রয়োজন বলে জানান বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন