ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ইডেন কলেজ ছাত্রীরা মিছিল করেছে। সোমবার রাতে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়।
রাতে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। চলে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ হয়, ইটপাটকেল মারতে দেখা যায়।
ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে সংঘর্ষে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে নীলক্ষেত এলাকায় মহড়া দিচ্ছেন তারা।