শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করার দরকার নাই। শিক্ষার্থীর প্রমাণপত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে তারা।
১২ জানুয়ারি থেকে টিকা না নেওয়া শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারবে না। তারা অনলাইন ও টেলিভিশনে ক্লাস করতে পারবে। ৩১ জানুয়ারির মধ্যে সারাদেশের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শেষ করবে সরকার। ন্যূনতম এক ডোজ নিলেই শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারে।’
আজ সোমবার ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ হবে না। সীমিত পরিসরে ক্লাস চলবে। আমরা টিকাদান কার্যক্রমে জোর দিচ্ছি।’