চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়ন ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আজ শনিবার (২৩ জুলাই) এই বিষয়ে বেলা ১১টায় বিস্তারিত জানাবেন ব্রিফিং করবেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ১টা থেকে ২টা পর্যন্ত এক অভিযুক্তকে ধরতে ক্যাম্পাসের শাহ আমানত হলে পুলিশের সহযোগিতায় তল্লাশি অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
উল্লেখ্য, গত রবিবার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় সংগীত বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে অজ্ঞাত পাঁচ তরুণের বিরুদ্ধে। এ সময় ওই ছাত্রীকে গাছে বেঁধে তাকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করা হয় এবং তার সঙ্গে থাকা বন্ধু ও তাকে মারধর করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই করা হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভিকটিম। এরপর বুধবার (২০ জুলাই) বিকেলে হাটহাজারী থানায় অজ্ঞাত পাঁচ যুবককে আসামি করে মামলা করেন ওই ছাত্রী। আর ছাত্রী হেনস্তার মতো অপ্রীতিকর ঘটনার বিচারের দাবিতে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এখনও উত্তাল পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।