English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

কঠোর লকডাউনে ঢাবির অনলাইন পরীক্ষা নিয়ে শঙ্কা

- Advertisements -

করোনা পরিস্থিতির উন্নতি না হলে জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা অনলাইন অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সারাদেশে ‘কঠোর’ লকডাউন শুরু হলে স্থগিত হয়ে যেতে পারে অনলাইনে পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এমন তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ১ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের বিশেষ সভায় লকডাউন বা করোনা পরিস্থিতির অবনতির কারণে স্বশরীরে পরীক্ষা নেয়া সম্ভব না হলে ওয়েট ল্যাব বা হার্ডওয়্যার ল্যাব কেন্দ্রীক পরীক্ষা ব্যতীত সকল পরীক্ষা অনলাইনে নিতে বিভাগ ও ইন্সটিটিউটগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সোমবার রাতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, (লকডাউনের) সরকারি পরিপত্র আসলে সেটাতে কি ধরনের শর্ত রয়েছে, তা দেখে পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। অনলাইন পরীক্ষা বন্ধ হওয়ার জন্য পর্যাপ্ত কারণ লাগবে। যদি পরিপত্রে মুভমেন্ট (জনচলাচল) রাখা হয় তাহলে এক ধরনের সিদ্ধান্ত আর মুভমেন্ট যদি একেবারেই না থাকে তখন অন্য ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা অসুবিধায় পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না বলেও জানান উপাচার্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন