বিদ্যাসভা স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৪ বছর ধরে নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তানদের বিনা বেতনে পড়ানো বিদ্যাসভা স্কুলের উত্তরার বাউনিয়ায় অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে এ মহতি কার্যক্রম অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিকেএমইএ’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসান, সুন্দরবন সী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন চৌধুরী, ওয়ার্ক ফর বেটার সোসাইটির প্রেসিডেন্ট আব্দুল কাদের সহ আরো অনেকে।
উপস্থিত সকলেই বই প্রদান কর্মসূচীসহ বিদ্যাসভা স্কুলটির যাবতীয় কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং স্কুলটির পাশে থাকার আশ্বাস দেন। নতুন বই হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরাও।
এসময় বিদ্যাসভা স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের সম্মুখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসভা স্কুলের ফাউন্ডার, ও ওয়ার্ক ফর বেটার সোসাইটি এর জেনারেল সেক্রেটারি আনিকা তাবাসসুম।