‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বুধবার দিনভর ক্যাম্পাসের বটতলায় যুদ্ধ বিরোধী চিত্র ও প্ল্যাকার্ড প্রদর্শন, গণস্বাক্ষর ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।
আয়োজকরা জানান, যুদ্ধের নৃশংসতা সম্পর্কে সবাইকে সচেতন করতে ও শিক্ষার্থীদের মাঝে যুদ্ধবিরোধী ও শান্তি বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের বটতলায় যুদ্ধ বিরোধী নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও নিজেদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন করেন।
এ ছাড়া প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার ছবিসহ বিভিন্ন যুদ্ধের তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে পৃথক একটি কর্নার করে সেখানে দুই দেশের মধ্যকার সম্পর্কের ধারাবাহিকতা, যুদ্ধের সূত্রপাত ও বর্তমান অবস্থা তুলে ধরেন।
একইসঙ্গে সাদা কাপড়ের মন্তব্য বোর্ডে যুদ্ধ বিরোধী ও শান্তির প্রত্যাশা নিয়ে নানা মন্তব্য করেন শিক্ষার্থীরা। পাশাপাশি গণস্বাক্ষর ও গাছের সাথে কাগজে বানানো শান্তির প্রতীক পায়রা ঝুলিয়ে তাতে শান্তির প্রত্যাশামূলক নানা বাণী লিখেন শিক্ষার্থীরা।
চিত্র প্রদর্শনী ছাড়াও দিনভর সাংস্কৃতি কার্যক্রমের মাধ্যমে যুদ্ধবিরোধী প্রচারণা চালিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। বটতলায় ‘শান্তি মঞ্চ’ নামক মঞ্চ বানিয়ে সেখানে উন্মুক্ত যুদ্ধবিরোধী গান, আবৃত্তি, বক্তৃতা ও অভিনয় পরিবেশন করেন তাঁরা। বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসেন জাহিদ ও এস এম শোয়েবের নির্দেশনায় বিভিন্ন বর্ষের অর্ধশত শিক্ষার্থী এ আয়োজন করেন।
বিভাগের সহকারী অধ্যাপক এস এম শোয়েব বলেন, শিক্ষার্থীদের মাঝে যুদ্ধবিরোধী মনোভাব গড়ে তোলা এবং তাদের মাঝে শান্তি ও ভালোবাসার বাণী ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। বিশ্বে যুদ্ধের পরিবর্তে শান্তি বিরাজ করুক এটাই আমাদের প্রত্যাশা।