সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বাড়াতে মাদ্রাসা কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন ও কর্মশালার আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই নির্দেশনা বাস্তবায়ন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত বিশেষ প্রতিবেদনের তিন নম্বর ক্রমিকে বর্ণিত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিবেদনের তিন নম্বর সুপারিশে বলা হয়, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সংক্রান্ত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন ও কর্মশালার আয়োজন করা যেতে পারে।
এর আগে শিক্ষার্থীদের রাস্তা চলাচলে সচেতনতা ও ট্রাফিক আইন সচেতন করতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলো প্রাথমিক শিক্ষা অধিদফতর।