যেমন- পোহাচ্ছেন পাবিপ্রবির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) দুটি আবাসিক হল নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়।
দুটি হলে এক হাজার করে মোট দুই হাজার শিক্ষার্থী থাকতে পারবেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ করার কথা ছিল ২০২১ সালের জুলাই মাসে, কিন্তু চারবার সময় বৃদ্ধি করেও কাজ শেষ হচ্ছে না।
প্রকল্পের নথিতে বলা হয়েছে, দুটি হলের নির্মাণকাজ ১০ শতাংশ বাকি রয়েছে। কিন্তু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের মতে, এখনো ২৫ থেকে ৩০ শতাংশ কাজ বাকি রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের উপলব্ধি করতে হবে, ২০২১ সালের জুলাই মাসে কাজ শেষ না হওয়ায় আড়াই বছর ধরে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রোদ ও বৃষ্টিতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে তাঁদের সময় ও অর্থের অপচয় হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও থাকছে। আমরা আশা করি, দ্রুত হল নির্মাণের কাজ শেষ করা হবে।