ফলে পরিবেশ শীতল হওয়ার সুযোগই থাকছে না। এভাবে তাপমাত্রা বৃদ্ধি জনস্বাস্থ্যেও মারাত্মক প্রভাব ফেলছে।
বিশ্বব্যাপী বসবাসযোগ্য নগরের যেসব তালিকা পাওয়া যায়, সেগুলোতে ঢাকার অবস্থান একেবারে তলানিতে। উল্টোভাবে বললে বলা যায়, বসবাস অযোগ্য বা নিকৃষ্টতম শহরগুলোর একটি হচ্ছে আমাদের এই রাজধানী শহর। এ থেকে ঢাকার উত্তরণ ঘটাতে তথা ঢাকার প্রায় সোয়া দুই কোটি মানুষকে রক্ষায় পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। নগর পরিকল্পনাবিদ, উদ্যানবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে রাজধানীর পরিবেশগত উন্নয়নে একটি মহাপরিকল্পনা তৈরি করতে হবে।
ঢাকার যেখানে যতটুকু জায়গা পাওয়া যায়, পরিকল্পিতভাবে ছোট-বড় নানা জাতের বৃক্ষ রোপণ করতে হবে এবং সেগুলো রক্ষার ব্যবস্থা করতে হবে। খাল, নদী, পুকুর ও জলাশয়গুলো রক্ষা করতে হবে। নদীর তীর বরাবর ওয়াকওয়ে ও সবুজের আচ্ছাদন তৈরি করতে হবে। ফুটপাত ও সড়কদ্বীপগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা ও ছাদে বাগান করাকে উৎসাহিত করতে হবে। দুই সিটি করপোরেশনকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।