English

26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫
- Advertisement -

সব স্থাপনা উচ্ছেদ করা হোক: রাজশাহীতে পদ্মা দখলের মহোৎসব

- Advertisements -
সারা দেশেই নদী দখলের মহোৎসব চলছে। বিশেষ করে বড় শহরের কাছে থাকা নদীগুলো অব্যাহত দখল, দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব হারাতে বসেছে। তার পরও নদী দখল রোধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যায় না। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, রাজশাহীতেও পদ্মা নদী দখলের মহোৎসব চলছে।
নগরীর বেড়পাড়া থেকে তালাইমারী পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকা পর্যন্ত কমপক্ষে সাড়ে ৬০০ দখলদার রয়েছে। তারা নদী ভরাট করে, নদীর পার দখল করে বিনোদনকেন্দ্র, রেস্তোরাঁ, বসতঘরসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। দখল হয়েছে শহর রক্ষা বাঁধও। এতে নদী সংকুচিত হচ্ছে, গতিপথ হারাচ্ছে।

দখলদারির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় ক্রমেই বাড়ছে নদী দখলের পরিমাণ।

পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। এই নদীতে একসময় বড় বড় স্টিমার চলত। সংস্কারের অভাবে পলি জমতে জমতে নদীর বুকে অসংখ্য চর জেগেছে।

শুষ্ক মৌসুমে নদী প্রায় শুকিয়ে যায়। আর সেই সুযোগটাই নেয় প্রভাবশালী দখলদাররা। ভরাট হওয়া অংশ আরো কিছুটা ভরাট করে নানা ধরনের স্থাপনা তৈরি করা হয়। জানা যায়, রাজশাহীতে পদ্মার বুকে নানা ধরনের স্থাপনা তৈরি করে প্রভাবশালীরা ভাড়া দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও ৬০০ দখলদারের একটি তালিকা করা হয়েছে।

দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু এখনো দখলদাররা বহাল তবিয়তে রয়ে গেছে।

উচ্চ আদালত নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছেন। নদী রক্ষায় বহুবিধ আইন রয়েছে। তার পরও নদী হত্যা বন্ধ হয়নি। দখল, দূষণ, ভরাট করা, স্থাপনা নির্মাণ—সবই চলছে। জাতীয় নদী রক্ষা কমিশনের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সারা দেশে দখলদারের সংখ্যা ছিল ৫৭ হাজার ৩৯০। একই বছর নতুন দখলদারের সংখ্যা পাওয়া যায় আরো প্রায় পাঁচ হাজার। ফলে ২০২০-এর আগেই মোট দখলদারের সংখ্যা দাঁড়ায় ৬৩ হাজারের বেশি। প্রশাসনের যথাযথ ভূমিকার অভাবে এই সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রশাসনের এই আত্মঘাতী নির্লিপ্ততার অবসান হওয়া প্রয়োজন।

নদী না বাঁচলে দেশ বাঁচবে না—এটা কোনো অতিশয়োক্তি নয়, এক নিরেট বাস্তবতা। আমরা চাই, রাজশাহীতে পদ্মা নদীর সব দখলদারকে অবিলম্বে উচ্ছেদ করা হোক। নদীর সীমানার মধ্যে যেকোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হোক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন