এমন প্রেক্ষাপটে সাম্প্রতিক একটি গবেষণা বলছে, ২০২১ সালে যেখানে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ৫৩ কোটি, ২০৫০ সালে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ১৩০ কোটিতে পৌঁছাতে পারে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট এবং দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি জার্নালে। গবেষণায় আরো বলা হয়েছে, ২০৪৫ সালের মধ্যে বিশ্বের তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগী থাকবে নিম্ন ও মধ্যম আয়ের দেশে।
বাংলাদেশেও ডায়াবেটিস দ্রুত বাড়ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮৫ লাখ। ধারণা করা হয়, ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে যাবে। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত সময়ে ঢাকা ও ময়মনসিংহের আট উপজেলায় ডায়াবেটিস নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করে সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি।
২৫ থেকে ৬৫ বছর বয়সী ১১ হাজার মানুষের ওপর চালানো সমীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ২৫ থেকে ৩৫ বছর বয়সসীমার মধ্যে। শনাক্তের হার ৩৩.২ শতাংশ।