English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

সচেতনতা বাড়াতে হবে: অ্যান্টিবায়োটিকের অপব্যবহার

- Advertisements -
অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত অপব্যবহার নিয়ে সারা দুনিয়ার চিকিৎসা ও ওষুধ বিশেষজ্ঞরা রীতিমতো আতঙ্কিত। তাঁরা আশঙ্কা করছেন, অপব্যবহারের ফলে রোগজীবাণু যেভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে, তাতে অদূর ভবিষ্যতে বহু রোগের চিকিৎসা পরিচালনাই কঠিন হয়ে পড়বে। সাধারণ সংক্রামক রোগেও ব্যাপক হারে মানুষের মৃত্যু হতে থাকবে। অস্ত্রোপচার, কাটাছেঁড়া করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
জীবাণুর সংক্রমণ ঠেকানো যাবে না। উন্নত দেশগুলোতে প্রেসক্রিপশন ছাড়া কোথাও অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায় না। আমাদের দেশে ওষুধের দোকানে চাইলেই অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। মুড়ি-মুড়কির মতো মানুষ অ্যান্টিবায়োটিক গ্রহণ করে।
জানা যায়, দেশে কভিড-পরবর্তী সময়ে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের করা সমীক্ষার প্রাথমিক ফল অনুযায়ী, সর্বশেষ ২০২১ সালে প্রতি হাজারে ৫২ শতাংশ মানুষ প্রতিদিন কোনো না কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে। ২০২০ সালে এই হার ছিল ২৫.৩৪ শতাংশ। ২০১৯ সালে ছিল ২৪.৭২ শতাংশ।
তার পরও এই ধ্বংসাত্মক প্রবণতা রোধে আমাদের উদ্যোগ প্রায় নেই বললেই চলে। অ্যান্টিবায়োটিক সম্পর্কে মানুষের সচেতনতার অভাব অত্যন্ত বেদনাদায়ক। সাধারণ সর্দিজ্বরেও অনেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে। কখনোই অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করে না। এতে জীবাণু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স বা প্রতিরোধক্ষমতা গড়ে তোলে।
এরপর এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও সেই জীবাণু ধ্বংস হয় না। রোগ মারাত্মক হয়। এমন পরিপ্রেক্ষিতে গত রবিবার রাজধানীর একটি হোটেলে ‘পাঠ্যপুস্তকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রসঙ্গ অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটির আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
বৈঠকের মূল প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, প্রতিবছর সারা বিশ্বে ২২ লাখ ৭৭ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রভাবে মারা যায়। এ ছাড়া ২০১৯ সালে সারা বিশ্বে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ছিল ৪৯ লাখ ৫০ হাজার।
এর মধ্যে ১২ লাখ ৭০ হাজার মানুষ সরাসরি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার কারণেই মারা গেছে। পরিস্থিতি ক্রমেই আরো খারাপ হচ্ছে। এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সারা দুনিয়ার সংশ্লিষ্ট সব সংস্থা ও পেশাজীবী ব্যক্তি ও সংগঠন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে তৎপর হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, পাঠক্রমে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হলে সচেতনতা তৈরিতে তা বড় ভূমিকা রাখবে।
আমরা মনে করি, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আইনে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির জন্য জরিমানা বা শাস্তির বিধান রয়েছে, কিন্তু সেই আইনের যথাযথ প্রয়োগ নেই। চিকিৎসা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে।
‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স’ শীর্ষক এক গবেষণায় দেখা যায়, ৮৭ শতাংশের বেশি করোনা রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, যেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন ছিল মাত্র ৭ শতাংশের। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। পাঠক্রমেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন