তাই ব্যাংক খাতের প্রতি পুনরায় মানুষের আস্থা বাড়ছে এবং ঘরে থাকা টাকা ব্যাংকে ফিরছে।
গত সেপ্টেম্বর মাসে ব্যাংক খাতে আমানত গত বছরের একই সময়ের তুলনায় ৭.২৬ শতাংশ বা ৯ হাজার ৭৪৮ কোটি টাকা বেড়ে ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যদিও আগের মাস আগস্টে মোট আমানত ১৭ লাখ ৩১ হাজার কোটি টাকায় নেমে আসে, যা ছিল জুলাইয়ের তুলনায় ০.১৬ শতাংশ কম। তবে আগের বছরের তুলনায় আগস্টে আমানত প্রবৃদ্ধি দাঁড়ায় ৭.০২ শতাংশ, যা ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যাংক খাতে সাধারণত প্রতি মাসে আগের মাসের তুলনায় আমানত বাড়ে। তবে জুলাই ও আগস্ট মাসে আমানত বাড়ার বদলে উল্টো কমেছে। স্বস্তির বিষয়, সেই কমার ধারা থেকে আমানত পুনরায় বৃদ্ধির ধারায় ফিরেছে।
আমরা আশা করি, অন্তর্বর্তী সরকারের সঠিক নেতৃত্ব এবং বাংলাদেশ ব্যাংকের গৃহীত নীতি ও পদক্ষেপ দেশের আর্থিক খাতকে আরো সুশৃঙ্খল করবে। ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরুক এবং সঞ্চয় ও বিনিয়োগ ত্বরান্বিত হোক, এমনটাই আমাদের প্রত্যাশা।