English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: আরো কঠোর অভিযান চালাতে হবে

- Advertisements -

সর্বনাশা মাদক দেশের তরুণসমাজের একটি অংশকে টেনে নিয়ে গেছে অন্ধকারের পথে। প্রতিদিনই নতুন করে অসংখ্য কিশোর-তরুণ এই মাদকের ফাঁদে পা রাখছে। মাদকের ওপর নির্ভরশীল হয়ে মাদকের অর্থ জোগাড় করতে কিশোর ও তরুণদের অপরাধপ্রবণ হয়ে ওঠার উদাহরণও আছে। মাদক সরবরাহে বাহক হিসেবে স্কুলপড়ুয়া কিশোরী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক তরুণী ও নারীকে ব্যবহার করা হচ্ছে, এমন খবরও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। গণমাধ্যমে অতীতে প্রকাশিত খবরে বারবারই বলা হয়েছে ইয়াবা বাণিজ্যের গডফাদাররা ঢাকায় বসেই ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ইয়াবা বাণিজ্যের উৎস মিয়ানমার। সেখান থেকে বাংলাদেশে আসে ইয়াবার চালান। তারপর অসংখ্য ছোট ব্যবসায়ীর মাধ্যমে সেগুলো পৌঁছে যেত দেশের আনাচে-কানাচে।

সর্বনাশা মাদক যাতে সর্বত্র ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সদা তৎপর। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে ক্রমেই গতি পেয়েছে মাদকবিরোধী অভিযান। ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। কারবারিরা নতুন কৌশলে নতুন ধরনের মাদকদ্রব্যের কারবার শুরু করলেও কঠোর নজরদারিতে তা ধরা পড়ছে। মাদক নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন, ডোপ টেস্ট চালুসহ বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।

মাদকের অপব্যবহার শুধু মাদকেই সীমিত থাকে না, আরো বহু অপরাধের কারণ হয়। অন্যদিকে মাদকসেবীরা যেমন পরিবারের জন্য, তেমনি সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এভাবে চলতে থাকলে সমাজ ক্রমেই পুঙ্গ হয়ে যাবে, সব উন্নয়নপ্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে। বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও বলা হয়েছে, বাংলাদেশ ক্রমেই ভয়ংকর পথে এগিয়ে যাচ্ছে। দেশে মাদকের প্রায় সবটাই আসে বাইরে থেকে অবৈধপথে। তাই মাদক নিয়ন্ত্রণের জন্য প্রথমেই কঠোরভাবে মাদক চোরাচালান বন্ধ করতে হবে।

মাদকের কারবার বন্ধ করা না গেলে সামাজিক-অর্থনৈতিক সব ধরনের স্থিতিই বিঘ্নিত হবে। মাদকের বিস্তার রোধে কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সব ধরনের মাদক প্রতিরোধে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের সাধারণ মানুষ ও গণমাধ্যম মাদকের বিরুদ্ধে সোচ্চার। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেকোনো অভিযানে তারা সহযোগিতা করবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন