English

20 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

মশা নিধনে উদ্যোগ বাড়ান: কমছে না ডেঙ্গুর প্রকোপ

- Advertisements -
শুধু রাজধানী বা বড় শহরগুলোতে নয়, ডেঙ্গু এবার সারা দেশেই ছড়িয়ে পড়েছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন করে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৪৯ জন। গত মঙ্গলবার প্রচারিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৫ জন।
আর তাদের মধ্যে মারা গেছে ৭৫ জন। সোমবার হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৯৫ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২০ জন রয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১৯ জন, ময়মনসিংহে ১১ জন এবং রাজশাহী বিভাগে সাতজন রয়েছে। চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে ৬১.২ শতাংশ পুরুষ এবং ৩৮.৮ শতাংশ নারী।
ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। ডেঙ্গু সারা বছরই হতে পারে, তবে বর্ষায় এর সংক্রমণ অনেক বৃদ্ধি পায়। কারণ এ সময় মশার প্রজনন বেশি হয় এবং মশার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এ জন্য বর্ষা আসার আগে থেকে শুরু করে পুরো বর্ষা মৌসুমেই মশা নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান পরিচালনা করতে হয়।
কিন্তু এ বছর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনের মেয়র ও অনেক কাউন্সিলর দায়িত্ব পালন থেকে দূরে সরে আছেন। এতে হয়তো অভিযান পরিচালনায় কিছুটা সমস্যা হতে পারে। তবে আমরা আশা করি, সিটি করপোরেশনের অন্যরা সেই দায়িত্ব যথাযথভাবে সামলে নেবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতাও অত্যন্ত জরুরি। দেখা যায়, ব্যবহারের পর প্লাস্টিকের কাপ, বোতল, পলিথিন ব্যাগ এবং অন্যান্য বর্জ্য যেখানে-সেখানে ফেলে দেওয়া হয়।

এগুলোতে বৃষ্টির পানি জমে যায় এবং খুব সামান্য পানিতেই এডিস মশা বংশবিস্তার করতে পারে। নির্মাণাধীন বাড়িগুলোতে জমিয়ে রাখা পানিতে ব্যাপকভাবে মশা বংশবিস্তার করে। এ ক্ষেত্রে যথেষ্ট সচেতনতার পরিচয় দিতে হবে। ডেঙ্গু ছাড়াও আমাদের দেশে মশাবাহিত আরো কিছু রোগের বিস্তার রয়েছে। এর মধ্যে আছে ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ফাইলেরিয়া, জাপানি এনকেফালাইটিস ইত্যাদি। তাই শুধু এডিস নয়, সব ধরনের মশা নিধনেই আমাদের ব্যাপক উদ্যোগ থাকা প্রয়োজন।

ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশা নিধন করতেই হবে। আমরা আশা করি, সিটি করপোরেশনগুলো কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। চিকিৎসা ব্যবস্থাপনার বিদ্যমান দুর্বলতাগুলোও দূর করতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন