রাজধানীর পুরান ঢাকায় মোগল ও ব্রিটিশ আমলের অনেক পুরাকীর্তি আছে। সেগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। ইতিহাসবিস্মৃত জাতি হিসেবে আমরা সেসব স্থাপনা যথাযথ রক্ষা করতে পারিনি। অযত্ন-অবহেলায় যা টিকে আছে, সেগুলোর ওপরও বারবার আসছে আঘাত। পুরান ঢাকার বড় কাটরার কথা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি এ পুরাকীর্তির একাংশ ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।
ছাত্র–জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পুলিশের কার্যক্রম স্তিমিত হয়ে যাওয়ায় দেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। এ সময় অনেক জায়গায় জবরদখলের ঘটনা ঘটে। বাদ যায়নি অনেক পুরোনো স্থাপনাও। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটার শেষ চিহ্নটুকু ধ্বংস করে ফেলা হয়।
গুঁড়িয়ে দেওয়া হয় রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটাবাড়ি। একইভাবে দেশের সংরক্ষিত পুরাকীর্তি পুরান ঢাকার ‘বড় কাটরা’র একটি অংশ ভেঙে ফেলা হয়। আগে থেকেই এসব স্থাপনার ওপর নজর ছিল স্থানীয় দখলবাজদের।