দেশের সব এলাকাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে সরকারের নানা উদ্যোগ প্রশংসনীয়। তবে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ–সংযোগ নিতে নানা অনিয়মের শিকার হতে হয় সাধারণ মানুষকে। এর মধ্যে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গ্রামাঞ্চলে ভয়াবহ চিত্র দেখা গেল। সেখানে অনেক জায়গা বাঁশ এমনকি তাজা গাছকেও বিদ্যুতের খুঁটি বানানো হয়েছে। কোথাও বিদ্যুতের তার মাটি ছুঁই ছুঁই বা ফসল ছুঁয়ে আছে। এ অবস্থায় গত সপ্তাহে ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে এক শিশু মারাও গেছে। গত জুনেও এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
প্রতিবেদন জানাচ্ছে, উপজেলাটিতে বিদ্যুতের প্রায় ৮০ হাজার গ্রাহক আছেন। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছালেও খুঁটি পৌঁছায়নি। ফলে অনেক গ্রাহক এক কিলোমিটার দূর পর্যন্ত নিজস্ব ব্যয়ে বাঁশ ব্যবহার করে বিদ্যুৎ-সংযোগ নিয়েছেন। কেউ ১০ বছর আগেও বাঁশ ব্যবহার করে বিদ্যুৎ-সংযোগ নিয়েছেন। বিদ্যুৎ কার্যালয়ে আবেদন করেও খুঁটি পাননি। জনপ্রতিনিধি ও নেতাদের পেছনে ঘুরেও খুঁটি বরাদ্দ আনা যায়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, খুঁটির জন্য বারবার জানানো হলেও আমলে নেয়নি পিডিবি কর্তৃপক্ষ।