আমাদের বাজারব্যবস্থা সুনিয়ন্ত্রিত না হওয়ায় এখানে নানা ধরনের সিন্ডিকেট কাজ করে। মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় এবং দাম বাড়িয়ে যথেচ্ছ মুনাফা করা হয়। বাজারে দাম বাড়ানোর জন্য আমাদের ব্যবসায়ীদের অজুহাতের অভাব হয় না। এ জন্য বাজারসংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম বাড়াতে হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধ করতে হবে।
অতীতে রাস্তায় রাস্তায় চাঁদাবাজির কারণে দাম বেড়ে যাওয়ার অভিযোগ ছিল। এখনো অনেক ব্যবসায়ী চাঁদাবাজির অভিযোগ করছেন। বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগ সত্য হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। পেঁয়াজ ও আলুর দাম সহনীয় রাখতে সরকার দুটি পণ্যের ওপর থেকে শুল্ক কমিয়েছে। দাম বাড়ছে এমন অন্যান্য পণ্যের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নেওয়া যেতে পারে।
বাজার বিশেষজ্ঞরা মনে করেন, টিসিবির মাধ্যমে বাজারে হস্তক্ষেপ বাড়াতে হবে। কেবল মাঝেমধ্যে দু-একটি অভিযান নয়, বাজার নিয়ন্ত্রণ করতে এবং পণ্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত ও পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। সরবরাহ নির্বিঘ্ন রাখার জন্য আগে থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।