English

25 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

নির্মাণকাজ সম্পন্ন করা হোক: কুমিল্লা-নোয়াখালী চার লেন মহাসড়ক

- Advertisements -
জনকল্যাণ ও জনস্বার্থ বিবেচনায় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করে। কিন্তু প্রায়ই দেখা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সেসব প্রকল্পের কাজ শেষ হয় না। কোনো কোনো প্রকল্পের কাজ বছরের পর বছর ঝুলে থাকে। এর ফলে লক্ষ্য জনগোষ্ঠী একটি দীর্ঘ সময় পর্যন্ত সেই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হয়। এমনই একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত ৫৯ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটির চার লেনের কাজ শুরু হয় ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। দুই হাজার ১৭০ কোটি টাকা ব্যয় বরাদ্দের এই প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুন মাসে। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পের কাজ শেষ করা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে।
কিন্তু ভূমি অধিগ্রহণে জটিলতা, স্থানীয় লোকজনের বাধা এবং ক্ষতিপূরণের টাকা নিয়ে মামলার কারণে তিনটি স্থানে প্রকল্পের কাজ অসমাপ্ত থাকে। ফলে ওই চার লেন মহাসড়কের প্রায় আট কিলোমিটার অংশে যানবাহন চলাচল করে আগের মতো দুই লেনে। এতে যানজটে নাকাল হতে হয় সড়ক ব্যবহারকারীদের।
জানা যায়, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ মামলা সংক্রান্ত জটিলতার কারণে কুমিল্লা অংশে লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারের (বাইপাস এলাকা) ৪.৫ কিলোমিটার, লালমাই উপজেলার শানিচোঁ এলাকার ১.৮ কিলোমিটার এবং বাগমারা বাজার এলাকার ১.৬ কিলোমিটার স্থানে প্রকল্পের কাজ আটকে যায়।
বাগমারা বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ীরাও একজোট হয়ে সড়ক নির্মাণে বাধার সৃষ্টি করেন। বর্তমানে ওই ৭.৯ কিলোমিটার অংশে আগের মতোই দুই লেনে যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কের কুমিল্লা অংশের লালমাইয়ের বাগমারা বাজার, শানিচোঁ বাজার ও লাকসামের দৌলতগঞ্জ বাজার এলাকায় (বাইপাস এলাকা) প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। দুর্ভোগ পোহাচ্ছে গাড়ির চালক ও যাত্রীরা। স্থানীয় লোকজনের মতে, বাসে পদুয়ার বাজার থেকে বাগমারা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকা আসতে সর্বোচ্চ ১০ মিনিট লাগার কথা।
সেখানে শুধু বাগমারা বাজারের এক কিলোমিটারের কম এলাকা পার হতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। জানা যায়, অতিরিক্ত যানজটের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা জানান, জটিলতা নিরসনের চেষ্টা চলছে, কিন্তু আগের প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ায় বাকি অংশের কাজের জন্য নতুন প্রকল্প নিতে হবে। এতে আরো কিছুটা সময় লেগে যাবে।
আমরা আশা করি, সমস্ত জটিলতা দূর করে যত দ্রুত সম্ভব চার লেন মহাসড়কের বাকি অংশের কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং প্রকল্পের লক্ষ্য জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘব করা হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন