২০২১ সালের মহাসড়ক আইন অনুযায়ী, মহাসড়কের ওপর বা নিয়ন্ত্রণ রেখার মধ্যে হাটবাজার বসানোর সুযোগ নেই। আইনের নিয়ন্ত্রণ রেখার সংজ্ঞায় বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখার অর্থ মহাসড়কের সংরক্ষণ রেখা হতে সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত রেখা।
আর আইনে মহাসড়কের নিরাপত্তাসংক্রান্ত ১২(ঘ) ধারায় বলা আছে, মহাসড়কের জন্য বা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণপূর্বক ওই স্থাপনা অপসারণ বা উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
দুই বছর আগে হাইওয়ে পুলিশের তথ্য বলছে, ২০২২ সালে দেশের বিভিন্ন মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী হাটবাজারের সংখ্যা ছিল ২৫৬টি। এসব হাটবাজারে আসা ছোট ছোট যানবাহন ও পণ্যবাহী যানবাহনের কারণে তীব্র আকার ধারণ করছে যানজট। মাঝেমধ্যেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
মানুষ ও যান চলাচল নিরাপদ-নির্বিঘ্ন করতে দেশের সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হাটবাজার, অবৈধ পার্কিং সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আমাদের প্রত্যাশা হাইকোর্টের এই নির্দেশনা মেনে চলা হবে। সড়ক-মহাসড়ক থেকে হাটবাজার সরিয়ে ফেলা হবে।
যেকোনো মূল্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।