জঙ্গল, জলাভূমিসহ নানা জায়গা থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।
সরকার উত্খাত আন্দোলনের সময় পুলিশ বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সারা দেশে চার শতাধিক থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও হতাহত হয়েছেন।
এ সময় সুযোগ বুঝে কিছু দুষ্কৃতকারী পুলিশের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। সেসব অস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশই এখনো উদ্ধার করা যায়নি। রবিবার পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য মতে, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এক হাজার ৮১৪টি অস্ত্র, ৮৭ হাজার ৪০ রাউন্ড গুলি, দুই হাজার ৬৪৭টি টিয়ার শেল এবং ২৯২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ফেরত দেওয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়ও অতিক্রান্ত হয়েছে।